প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে চার হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ কাজল  

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদককারবারি হিমারদিঘী আমতলী এলাকায় অবস্থান নেয়। 

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা করে এক নারী মাদককারবারিকে চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত নারী হাজেরা আক্তার(৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বড় লোহাগড়া এলাকার আজাদ মিয়ার কন্যা। 

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়