মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকা থেকে আনুমানিক ৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল (৮ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটের সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলারপাড় এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এসময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন অবস্থায় মোঃ আয়াছ (৩২), পিতা— সৈয়দ হোসেন, সাং— উত্তর নোয়াপাড়া, থানা— টেকনাফ, জেলা— কক্সবাজার কে আটক করা হয়।
পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, আয়াছ ইয়াবা ট্যাবলেট বিশেষ পদ্ধতিতে সেবন করে পেটের ভেতরে বহন করছিলেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে করালে তার পেটে ইয়াবা সদৃশ বস্তু দেখা যায়। চিকিৎসকের সহায়তায় বিশেষ পদ্ধতিতে মলত্যাগ করিয়ে তার শরীর থেকে সাদা স্বচ্ছ কসটেপে মোড়ানো ও স্বচ্ছ জিপার ব্যাগে রক্ষিত ২ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা বলে র্যাব জানিয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আয়াছ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
র্যাব-১০ জানায়, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের মাধ্যমে র্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।