প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজিপুর বাসায় চুরি, নাটকের ছক ভাঙল বাসন থানা পুলিশ—চার চোর গ্রেফতার, উদ্ধার মোবাইল ও মোটরসাইকেল

হাফিজুর রহমান গাজীপুর 

গাজীপুর মহানগরীর ইটাহাটা—একটা নীরব দুপুর, মানুষ যখন যার যার জীবনের ছুটে চলায় ব্যস্ত, তখনই এক চাকরিজীবীর বাসা লক্ষ্য করে নামে একদল ছায়াচোরের হামলা। নৌশাদ নামের ওই মানুষটা তার স্ত্রীর সঙ্গে বেরিয়েছিলেন কিছু সময়ের জন্য, কিন্তু ফেরা হলো বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। সন্ধ্যা সাড়ে পাঁচটা, দরজা অর্ধখোলা, ভিতরে হাহাকার—নগদ ৩০ হাজার টাকা, টেকনো ক্যামন ৪০ প্রো ফোন, আর কিছু মূল্যবান সামগ্রী নেই, উধাও।

তবে এখানেই থেমে থাকেনি গল্পটা। খবর পেয়ে বাসন থানা পুলিশ নেমে পড়ে মাঠে। এক নিঃশব্দ অভিযানে প্রথমে ধরা পড়ে আমিরুল—পালেরপাড়ার ছেলে। তার জবানিতে খুলে যায় চুরির কাহিনি, পুলিশ পৌঁছে যায় শহিদের বাড়ির ৪ নম্বর কক্ষে—সেখান থেকে গ্রেফতার হয় রাকিব, আনারুল আর কাউসার। চুরি যাওয়া মোবাইল ফোন তো আছেই, সঙ্গে পাওয়া যায় একটা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল—ইঞ্জিন নম্বর ঘষে ফেলা, পরিচয় মুছে দেওয়া এক যন্ত্র, যার পেছনে লুকানো ছিল আরও এক চুরির রহস্য।

তদন্তে উঠে আসে, এই চক্র গাজীপুরে বাসা ভাড়া নিয়ে দিনের আলোয় ছায়ার কাজ করত। ৩০ সেপ্টেম্বর, এফআইআর নম্বর ৪২—ধারা ৩৮০/৪১১ অনুযায়ী মামলা রুজু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাত ধরে ফের একবার বোঝা গেল—অপরাধ যতই ছায়ায় চলুক, আলো ঠিকই খুঁজে বের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়