
মোঃ আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত ফরহাদ হোসেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ফরহাদ হোসেন সোনালিয়া এলাকার একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান হঠাৎ পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
ফরহাদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী মতিয়ার দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের উপপরিচালক অনিশেষ ভৌমিক জানান, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত চলমান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে এবং এ ঘটনায় নিহতের পিতা বানিজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, নিহত ফরহাদ এলাকার একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তবে হামলাকারী মতিয়ারের সঙ্গে পূর্ব কোনো শত্রুতার ঘটনা তাদের জানা নেই। এ হত্যাকাণ্ডকে তারা নৃশংস ও পরিকল্পিত দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।