প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরের রোদের মাঝে নেমে এলো তাণ্ডব — পাথরঘাটায় গৃহবধূদের ওপর বর্বর সন্ত্রাসী হামলা, হাসপাতালে আশঙ্কাজনক চার নারী

এবাদুল হোসেনঃ

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর —
দুপুর আড়াইটার দিকে যখন পাথরঘাটার অলিগলিতে ভরদুপুরের নিস্তরঙ্গতা, ঠিক তখনই যেন হঠাৎ করেই নেমে আসে এক বীভৎস দুর্যোগ। কোতোয়ালি থানার অন্তর্গত  আশ্বাফআলি রোডের হারুনমাঝির কলোনিতে একটি বাসায় ঘটে যায় সেই ভয়াল ঘটনা—২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দিনে-দুপুরে ঘরে ঢুকে নারীদের ওপর চালায় নির্মম হামলা।

ভয়াবহ এই ঘটনায় গুরুতর আহত হয়ে চারজন নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন।

আহত এক গৃহবধূ, নাম সুফিয়া  কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“আমরা আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই ২৫-৩০ জনের মতো লোক এসে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। কেউ কিছু জিজ্ঞেস করেনি, সোজা এসে আমার মাথায় ও পিঠে এলোপাথাড়ি মারতে থাকে। আমি মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এখন দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি।”

আরেক আহত নারী আসমা আক্তার  বলেন,

“আমরা একেবারেই অসহায় হয়ে পড়ি। ভেবেছিলাম, বোধহয় কেউ বাঁচাতে আসবে… কিন্তু কেউ আসেনি। সন্ত্রাসীরা আমাদের ঘর উল্টে-পাল্টে তছনছ করে দিয়ে যায়।”
আহতর স্বামী ফিরোজ মিয়া  বলেন দুপুরে আমার স্ত্রী আত্মীয় আবু তাহেরের বাসায় বেড়াতে গিয়ে এই হামলার শিকার হয়েছেন আমার স্ত্রী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সিতে ভর্তি আছেন তবে যারা এই হামলা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আবু তাহের বলেন ঘটনার সময় আমি বা আমার ছেলেরা বাসায় না থাাকায় সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে  এই নিশংস হামলা চালায় । আমি সংবাদ পেয়ে দ্রুত ৯৯৯ নাম্বারে কল দেই এবং হামলার  ঘটনা বলার পরে কোতোয়ালি থানার এএসআই সুমনসহ পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। 
 
স্থানীয়রা জানান, এদের অনেককেই এলাকার মানুষ চেনে।  আতঙ্কে এখন ওই এলাকায় কেউ মুখ খুলতে চায় না। চারদিকে থমথমে পরিস্থিতি।

এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ করিম  (ওসি)  বলেন আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা কেউ আসেনি।
তবে স্থানীয়দের দাবি, এই হামলা ছিল পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে ক্ষমতাসীন একটি প্রভাবশালী মহলের ছায়া। এক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়