মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ।
মানিকগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।
রোববার (১০ আগস্ট) মানিকগঞ্জ মেডিকেল কলেজের আনসার ক্যাম্পের সামনে এবং ঢাকার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার ও চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা জেলার ধামরাই উপজেলার কুঠিরচর এলাকার জুলহাস মিয়ার ছেলে মো. ইউনুস আলী (৩০); ঢাকা জেলার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন ইসলামের ছেলে মো. সাগর ইসলাম (২৫), বর্তমানে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত; ঢাকা জেলার সাভার উপজেলার মজিদপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. হিমেল হোসেন (২১); সাভারের ব্যাংক কলোনী এলাকার আশুনাথ দাসের ছেলে যতন দাস (৩২); ঢাকা জেলার ধামরাই উপজেলার বরদাইল এলাকার কানাই বিশ্বাসের ছেলে সনজিৎ বিশ্বাস (২৮) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার টেপড়া (কালিবাড়ী কর্জনা) এলাকার রনজিত দাসের ছেলে সঞ্চয় দাস সাধু (৩০), বর্তমানে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত।
ডিবি ও মামলা সূত্রে জানাযায়, উপ-পরিদর্শক মো. আব্দুর রউফের নেতৃত্বে ডিবির একটি দল মানিকগঞ্জ ও ঢাকা জেলায় অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেন। উদ্ধার মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য।
ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।