
আবুল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট।
মানিকগঞ্জে ১৮শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
শনিবার (৬ জুলাই ) রাত ২টার দিকে শিবালয় উপজেলার আরিচা এলাকার শিবালয় থানা মোড় ঢাকা-আরিচা মহাসড়ক হইতে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিপ্লব ত্রিপুরা হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ (২৭), খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকার বিমল কান্তি ত্রিপুরার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময় তাকে তল্লাশি করে তার পরিহিত ধুসর রঙের জিন্স প্যান্টের সামনে আন্ডার ওয়ারের ভিতর থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ৫ লাখ হাজার ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব ত্রিপুরা হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ জানায়, বার্মায় তৈরী ইয়াবা ট্যাবলেটগুলো তিনি পাবনার সুজানগরের সৈক্ষেতু এলাকার নার্গিস নামক এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য যাচ্ছিলেন।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটক যুবকসহ দুজনের নাম উল্লেখকরে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।