প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক, নাশকতা ও অস্ত্র মামলার আসামিদের আটক

র‌্যাবের অভিযানে চট্টগ্রাম-ফেনীতে ৪ পলাতক অপরাধী গ্রেফতার

এবাদুল হোসেন 
চট্টগ্রাম, ৫ জুলাই ২০২৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রামের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালিয়ে ৪ জন পলাতক অপরাধীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছেন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি, নাশকতার মামলায় জড়িত স্থানীয় রাজনৈতিক নেতা এবং একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার আসামি।  
গ্রেফতারকৃত আসামিরা হলেন  
১.মোঃ জামশেদ আলম (৫৫)
- চট্টগ্রামের ডাবলমুরিং থানায় বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের অধীনে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত।  
- গ্রেফতার: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা থেকে।   দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আদালতের রায় এড়াতে গোপনে চলাফেরা করছিলেন।  ২. মোঃ আইয়ুব (৪৬)
- রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।   রাঙ্গুনিয়া থানায় নাশকতা, জখম, সম্পত্তি ধ্বংস ও জনগণের ওপর হামলার মামলায় অভিযুক্ত। গ্রেফতার:চট্টগ্রামের মীনা বাজার এলাকা থেকে।  
 স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন আইয়ুব।  ৩. সাইফুল ইসলাম (৩১)  
ফেনী সদর, সোনাগাজী ও সীতাকুণ্ডে ডাকাতি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য ও মাদক সংক্রান্ত ১১টি মামলার আসামি।  গ্রেফতার: ফেনী সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে।  দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সাথে জড়িত ছিলেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর রাডারে ছিলেন।  ৪. মোঃ সাগর হাজী (২৭) ফেনী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত।  
গ্রেফতার: ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে।   মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।  র‌্যাব-৭-এর গোয়েন্দা শাখা আগে থেকেই এই আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। গত ৪ জুলাই রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালানো হয়। প্রতিটি অভিযানে র‌্যাবের বিশেষ টিম অংশ নেয় এবং সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্যস্থলে হানা দেয়।  
র‌্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র মেজর আশরাফুল ইসলাম জাতীয় দৈনিক সরেজমিন বার্তাকে জানান, "এই গ্রেফতার অভিযান অপরাধপ্রবণ এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।"  
চট্টগ্রাম ও ফেনীর স্থানীয় বাসিন্দারা র‌্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, এই আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছিল।  
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে তাদের জবানবন্দি নেওয়া হবে এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে।  এই অভিযানের মাধ্যমে র‌্যাব-৭ আবারও প্রমাণ করেছে যে, পলাতক অপরাধীদের গ্রেফতারে তাদের নজরদারি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়