প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিঝিলে ২৮ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো: শামীম আহম্মেদের নেতৃত্বে এবং সহকারী পরিচালক মো: মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে একটি চৌকস টিম(৩ জুলাই ২০২৫) বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো: নাজিম উদ্দিন (৪৩), পিতা: জয়নাল মোল্যা, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি সরবরাহ করে আসছিলেন।

ডিএনসি জানায়, ইয়াবা পাচারে ব্যবহৃত হয়ে আসা একটি চক্রের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে তথ্য পাওয়ার পর দীর্ঘ নজরদারির মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আরামবাগ এজিবি কলোনী এলাকার সামনে কক্সবাজার থেকে আগত একটি বাসে তল্লাশি চালিয়ে ২৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদককারবারীরা এনক্রিপটেড অ্যাপ্লিকেশন ব্যবহারসহ বিভিন্ন নতুন কৌশল গ্রহণ করে মাদক সরবরাহ করতো বলে জানিয়েছে ডিএনসি। অভিযানে আটক আসামির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঘটনার পর ডিএনসি পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়