
মাসুম বিল্লাহঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। দোকানের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টায় দা নিয়ে হামলার হুমকির অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ বাহা উদ্দিন ভূঁইয়া জানান, ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার পৈতৃক সূত্রে পাওয়া গোপীনাথপুর বাজারের প্রায় .৫৬ শতাংশ দোকান জায়গায় জোরপূর্বক প্রবেশ করে ইট, বালু, সিমেন্ট মজুত করে দোকান নির্মাণ কাজ শুরু করেন দুই প্রতিবেশী—মো: নান্নু মিয়া (৬৫) ও জাকির হোসেন (৭০)।
তিনি দাবি করেন, বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একজন হাতে দা নিয়ে মারতে উদ্যত হয়। আশপাশের লোকজন ছুটে এসে রক্ষা না করলে প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানান তিনি।
বাহা উদ্দিন ভূঁইয়া আরও বলেন, "তারা হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করলে দা দিয়ে কুপিয়ে ফেলবে। এখনো তারা জোরপূর্বক নির্মাণ চালিয়ে যাচ্ছে। বাধা দিলে খুন-জখম হতে পারে।"
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে গেলে উত্তেজনাকর পরিস্থিতির কথা জানান স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীও।
ঘটনার সাক্ষী হিসেবে নাম উঠে এসেছে—
১) ফরিদ খন্দকার,
২) জাকির হোসেন ভূঁইয়া,
৩) মো: মিলন খান— এই তিনজনই স্থানীয় বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এ ধরনের ভূমিদস্যুতার ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।
এ বিষয়ে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের দৈনিক সরাজমিন বার্তা-কে জানান, অভিযোগ অনুযায়ী যথাযথ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।