নুর আহাম্মদ মিলন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (২৯), পিতা: আবুল কালাম—তাকে নামজারি মিসকেস শুনানিকালে জাল খতিয়ান দাখিলের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ (০২ জুলাই ২০২৫) কমলনগর উপজেলা ভূমি অফিসে এই রায় ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত ব্যক্তি শুনানিকালে জমির খতিয়ান হিসেবে একটি জাল কাগজপত্র দাখিল করেন, যা যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়, জাল দলিল ও খতিয়ান দাখিলের মাধ্যমে সরকারি সম্পত্তি বা অন্যের জমি আত্মসাতের চেষ্টা দিন দিন বাড়ছে। এ অবস্থায় ভূমি কার্যালয় জাল কাগজপত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “ভূমি সংক্রান্ত কাগজপত্রে জালিয়াতি রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জাল কাগজপত্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।