প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ার সাব রেজিস্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ 

তাহের তারেক 

ঘুষ দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা নিয়মে পরিণত হয়েছে আশুলিয়ায় কর্মরত সাব রেজিস্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল। তিনি একজন সরকারি কর্ম চারী হয়েও তার ঘুষ নেয়াটা যেন স্বভাবে নিয়মে পরিণত হয়েছে। এ কারণে স্থানীয় লোকজনের কাছে বর্তমান সাব রেজিস্ট্রার খাইরুল বাসার ভূঁইয়া পাভেল ঘুষখোর বলে উপাধি পেয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন বলেন, আজ বিগত ১৫ দিন যাবত আন্দোলন চলমান রয়েছে ১৫ দিন আন্দোলন চালিয়েও আমরা কোন প্রকার প্রতিকার পাচ্ছিনা। কোন এক অদৃশ্য শক্তি বলে আশুলিয়ার সাব রেজিস্ট্রার  খাইরুল বাশার ভূইয়া পাভেল এখনো বহাল তবিয়তেই তার কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন খাইরুল বাশার ভূঁইয়া  পাভেল ঘুষ ছাড়া কোন কাজ করেন না এ কারণে আমরা আই ,জি আর,মহোদয় বরাবর এবং আইন উপদেষ্টা বরাবর আইন সচিব মহোদয় বরাবর জেলা প্রশাসক বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করেছি। তিনি বলেন আমরা ১৫ দিন যাবত কর্মবিরতি রেখে আন্দোলন করে আসছি এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন দৃশ্যমান হস্তক্ষেপ আমাদের চোখে পড়েনি। আমরা চাইবো খুব দ্রুত সময়ের মধ্যে খাইরুল বাশার ভূইয়া পাভেলকে অপসারণ করা হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমাদের জোরালো দাবি। কোন ঘুষখোর দুর্নীতি বাজ সাব রেজিস্ট্রার আশুলিয়া তে থাকুক এটা আমরা চাই না।

এ বিষয়ে আরো বক্তব্য রাখেন মোঃ মোতালেব হোসেন সাবেক সহ-সভাপতি আশুলিয়া সাব রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতি। তিনি বলেন খাইরুল বাশার ভূইয়া পাভেল ঘুষ দুর্নীতির ব্যতীত স্বচ্ছ কোন চিন্তাধারা তার মধ্যে নেই এ কারণে আমরা আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির ২০০ জন সদস্য আজ ১৫ দিন যাবত কর্মবিরতি ঘোষণা করে খাইরুল বাশার ভূইয়া পাভেলের বিরুদ্ধে মানববন্ধন করে আসছি। আমরা চাই আশুলিয়ায় একজন সৎ আদর্শ এবং নিষ্ঠাবান সাব রেজিস্ট্রার ।যার মাধ্যমে এলাকার জনগণ ঘুষ দুর্নীতি ছাড়া দলিল সম্পূর্ণ করতে পারেন। এ ব্যাপারে আরো বক্তব্য রাখেন আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়