প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘিওরে  দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করায় নাসিম ভূঁইয়া গ্রেফতার

আবুল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ব্যবসায়ী আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করার অভিযোগে নাসিম ভূইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা
হইতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাসিম ভুঁইয়া (৪৫) ঘিওর (বাসস্ট্যান্ড) এলাকার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভুঁইয়ার ছেলে।

দোকানদার আলী আজম মানিক (৩৩) ঘিওর তেরশ্রী (বাহাদুরপুর) এলাকার সেলিম হোসেন দুলালের ছেলে।

ডিবি পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত (২৩ জুন) সোমবার রাতে ব্যবসায়ী আলী আজম মানিক এর দোকানে জমির নামজারি করতে আসেন নাসিম ভূঁইয়া। দোকানদার তখন অন্য একজন কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় নাসিম ভূইয়াকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বললে সে দোকানদার আলী আজম মানিক এর উপর ক্ষিপ্ত হয়ে আলী আজম মানিক এর দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর করার সময় ১৫ হাজার টাকা দামের কম্পিউটারের মনিটর ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়।‌ এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘিওর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মানিক। দায়ের করা সেই মামলায় আজকে আসামি নাসিম ভুঁইয়াকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,এই ঘটনায় আসামী নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে (২৪ জুন) ঘিওর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়