প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় ডেটিং অ্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

তাহের তারেক 

সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোসাঃ সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (৩৫) এবং মোঃ ইয়াছিন শেখ। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেন ‘টানটান’ নামের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সুমাইয়ার সঙ্গে পরিচিত হন। এর সূত্র ধরে দেখা করতে গেলে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাসায় ডেকে নেওয়া হয় তাকে। সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় চক্রটি।

পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, এ চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়