
মোঃ নিজাম উদ্দিন হারুনঃ
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ সততা ডায়াগনস্টিক সেন্টারের নামে করছেন রুগীদের সাথে প্রতারণা এমনটাই স্থানীয় মানুষের দাবী, ভুক্তভোগী একজন রুগীর অভিযোগের ভিত্তিতে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ নিজাম উদ্দিন হারুন অনুসন্ধানে নামেন সততা ডায়াগনস্টিক সেন্টারের তথ্য প্রমাণ সংগ্রহ করতে, অনুসন্ধানে বেড়িয়ে আসে থলের বেড়াল,
অনুসন্ধানে দেখা যায়, উক্ত ডায়াগনস্টিক সেন্টারের নেই বর্তমান কোন বৈধ কাগজপত্র, ডায়াগনস্টিক সেন্টারের দেয়ালে লাগানো আছে ২০২২ ইংরেজি সালের লাইসেন্স যার মেয়াদ তিনবছরের ও বেশি সময় পার করেছে।
তাহলে বুঝতে আর বাকি থাকেনা এখানে চিকিৎসার নামে কি হচ্ছে, এই বিষয় ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে চেয়ে সম্ভব হয়নি।
অনুসন্ধান কালীন কোন মালিক পক্ষ উপস্থিত ছিলেন না,শুধু একজন ভদ্র মহিলাকে ফর্মেসীতে বসে থাকতে দেখা যায়, তার কাছে তথ্য জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে পারবেন না বলে জানান, এবং তিনি ১ মাস হয়েছে এখানে চাকরি নিয়েছেন এর আগে অন্য লোক ছিলেন তাই তিনি কিছু জানেন না বলে জানান।
(আরও বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে)