
মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলার শ্রীধরপুর বাজারে গভীররাতে ৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আটটি দোকান থেকে চুরি করে নিয়ে গেছে মালামাল সহ প্রায় ২লাখ টাকা। এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গতকাল রবিবার রাতে প্রতিদিনের মতো দোকানদার গণ দোকান বন্ধ করে বাসায় যান। অনুমান করা হচ্ছে রাত আড়াইটার দিকে শ্রীধরপুর মাদ্রাসা মার্কেটের ৮টি দোকানের সাটারের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে চোরের দলটি টাকা ও মালামাল চুরি করেছে ।
এ সময় মুদি ব্যবসায়ী আশরাফুল ইসলামের দোকান মালামালসহ ৫০ হাজার টাকা, সোহেল রানার কীটনাশক দোকান থেকে ২০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আশরাফুল আলমের দোকান থেকে ৫ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আসাদুলের দুইটি দোকান থেকে ৪০ টাকা,ফজলু আলীর কীটনাশক দোকান থেকে ৩৫হাজার টাকা,মিলনের হার্ডওয়ার দোকান থেকে ৩৫ হাজার টাকা এবং জাহাঙ্গীর আলমের চা স্টোল থেকে টিভি ওয়াইফাই রাউটার সহ ১৫হাজার টাকার মালামাল চুরি হয় বলে জানা গেছে।
কীটনাশক দোকানী সোহেল রানা বলেনঃ আমাদের বাজারে মোট ২২ টি দোকান রয়েছে তার মধ্যে আটটি দোকানে গতরাতে এ ধরনের মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। এর পূর্বেও একবার আমার দোকান চুরি হয়েছে সেইবার একটি মোবাইল চুরি হলেও এবার মালামাল সহ নগদ টাকা নিয়ে গেছে তারা। তিনি আরো জানান এতে আমরা দোকান ব্যবসায়ীরা অনেক ক্ষতির শিকার হয়েছি।আমাদের মত ছোট ব্যবসায়ীদের এধরনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা অনেক সময়ের ব্যাপার আমরা প্রশাসনের নিকট এর একটি সুষ্ট তদন্ত চাই।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে