
কাজী সজিব আহমদ তালুকদার
সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া এলাকায় গৃহবধূ মনি আক্তার (২২)-কে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী তাজুল হক (২৮)‘কে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ এর দিক নিদের্শনায় ২১/০৬/২০২৫ খ্রিঃ ২১:৩৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া আলা মিয়ার কলনী হতে তাজুল হক (২৮), পিতা- হাবিজ মিয়া, সাং- খরিয়াগাঁও, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ; বর্তমানে আলা মিয়ার বসতবাড়ী, খাদিমপাড়া ২নং রোড, শাহপরাণ (রহঃ) থানা, সিলেট‘কে আটক করা হয়।
চার বছর আগে মনি আক্তারকে বিয়ে করেন তাজুল হক। তাদের সংসারে রয়েছে ২ বছর ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান। পারিবারিক কলহ এবং পরকীয়ার সন্দেহে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।
২১/০৬/২০২৫ খ্রিঃ দুপুরে স্বামী-স্ত্রী শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত শেষে বাসায় ফিরে ঘরের ভিতরে অবস্থান করেন। পরে বিকেল ৩:৪৫ থেকে ৪:৩০ ঘটিকার মধ্যে কোনো এক সময় তাজুল হক তার স্ত্রীকে লাল রঙের টেট্রনের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মৃতদেহ পেছনের কক্ষে ঝুলিয়ে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে চলে যান। ওইদিন বিকাল অনুমান ০৫:০০ ঘটিকায় নিহতের ভাই মোঃ বাবলু মিয়া ঘরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে বোনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই সময়ে অভিযুক্ত তাজুল হক‘কে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখা যায়।
আসামি প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও, সুরতহাল রিপোর্ট, স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হচ্ছে।
নিহতের ভাই বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১২, তারিখ: ২২/০৬/২০২৫, ধারা: ৩০২, পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।