
মোঃ হাফিজুর রহমান গাজীপুর (প্রতিনিধি)
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রবিবার (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযুক্ত নিরাপত্তাকর্মী মোঃ লিটন মিয়া ঘটনার পর থেকেই পলানোর চেষ্টা করে,
তিনি ‘ফাস্ট সলিউশন লিমিটেড’ নামের একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ওই বুথে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী কিশোরীর বাবার ভাষ্য, তার মেয়ে স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল। এ সময় কারখানার পাশে থাকা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া অধিক বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বুথের ভেতরে ডেকে নেয়। পরে সেখানে কৌশলে তাকে ধর্ষণ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইতোমধ্যে তার বাবার করা অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা গ্রহণ করা হয়েছে। মামলা করার কয়েক ঘন্টার মধ্যে আাসামী মোঃ লিটন মিয়া (৩২) কে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করে, আদালতে প্রেরণ করে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।