প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ ফরিদ মল্লিক গ্রেফতারঃ

নিজাম উদ্দিন হারুন, নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ ফরিদ মল্লিক গতকাল রাতে মঠবাড়িয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়,পিরোজপুর জেলা পুলিশ সুপার জানান মোঃ ফরিদ মল্লিক দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছেন, তার বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলা দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত পাওয়া গেছে, আরো খোঁজখবর নিয়ে দেখছি আরো কোন মামলা আছে কিনা, মোঃ ফরিদ মল্লিক কে গ্রেফতার করার সময় তার দলবল পুলিশের উপর হামলার চেষ্টা করে এবং তাদের সরকারি কাজে বাধা সৃষ্টি কারার চেষ্টা করে এই মর্মে ২৫ জন এজাহার ভুক্ত ও আরো অঙ্ঘাত ৩০,৪০ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা সৃষ্টি কারার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে, এবিষয় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল-মামুন জানান ফরিদ মল্লিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছেন আমরা তাকে গ্রেপ্তার করার জন্য দীর্ঘদিন ধরে খুজতে ছিলাম তাঁর ধারাবাহিকতায় গতকাল রাতে বিশ্বস্ত সুত্রে সংবাদ পাই ফরিদ মল্লিক মঠবাড়িয়া থানার দাউদ খালী ইউনিয়ন এর নতুন বাজার অবস্থান করেছেন তখন আমরা মাননীয় পুলিশ সুপারের দিকনিরদেশনায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়