প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাইনুল ইসলাম, অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার 

মোঃ এনামুল হক আরিফ, ব্যাুরো চিফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা: 

 ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই এলাকায় সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মামলায় কুট্রা পাড়া এলাকার মৃত মোশারফ হোসেন (ওরফে মুছা মিয়া) এর ছেলে মোঃ মঈনুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 জানা গেছে, মোঃ মঈনুল ইসলাম বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সরাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক (৫) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

 অনুসন্ধানে জানা যায , দীর্ঘদিন ধরে তিনি উক্ত পদ ও রাজনৈতিক পরিচয় অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে। এই স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃমঈনুল ইসলাম, এমনকি বেশিরভাগ সময় মাদক সেবনে মগ্ন থাকে।
মোঃ ইসলাম মূলত সরাইল উপজেলার বাসিন্দা হলেও বন্ধুবান্ধব সূত্রে নাটাই এলাকায় যাতায়াত করতেন। সেখানেই তিনি সম্প্রতি সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সরাসরি অংশগ্রহণ ও সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এছাড়াও, অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শাসনামলে মোঃ ইসলাম. উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিক ঠাকুরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক সেবনের বন্ধুবান্ধব মহল গড়ে তুলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়