প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ‌বিগ‌ঞ্জে জ‌মি চাষ নি‌য়ে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে নিহত ১, আহত ১০

সুশীল চন্দ্র দাস হ‌বিগ‌ঞ্জ 

হ‌বিগ‌ঞ্জের বাহুব‌লে জ‌মি চাষ নি‌য়ে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে একজন নিহত, আহত হয়েছেন অন্তত ১০ জন। হ‌বিগ‌ঞ্জের বাহুব‌ল উপ‌জেলার সদর ইউনিয়‌নের জা‌জিরা গ্রা‌মে জ‌মি হালচাষ নি‌য়ে আওয়াল মেম্বার ও হো‌সেন আলীর গোষ্ঠীর বি‌রোধ ছিল। এর জের ধ‌রে সংঘর্ষের ঘটনা ঘটে। 
আজ সোমবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেশিয় অস্ত্র-সস্ত্র নি‌য়ে সংঘ‌র্যে জ‌ড়ি‌য়ে প‌ড়লে উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়। গুরুত্বর আহত আলী আহম্মদকে (৩৮) বাহুবল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়।‌ চি‌কিৎসাধীন অবস্থায় বেলা ১ টার দিকে মারা যায় আলী আহম্মদ। নিহত ব‌্যক্তি জা‌রিয়া গ্রা‌মের মো. সিরাজ মিয়ার পুত্র। 
ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়না তদ‌ন্তের জন্যে হ‌বিগঞ্জ ম‌র্গে প্রেরণ ক‌রা হ‌য়ে‌ছে।
এ ব‌্যাপা‌রে নবীগঞ্জ ও বাহুবল সা‌র্কেলের অতি‌রিক্ত পু‌লিশ সুপার জ‌হিরুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, প‌রি‌স্থি‌তি এখন শান্ত আছে। মরদেহ ময়না তদন্তের জন‌্য হ‌বিগ‌ঞ্জে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়