প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে অর্তকিত হামলা: অবস্থা আশঙ্কাজনক

মোঃরাকিবুল ইসলাম 

রাজশাহী জেলা প্রতিনিধি: 

রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে জুয়েল রানা (৩০) নামে এক যুবককে অর্তকিত হামলা চালিয়ে  জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ জুন ) রাতে হাড়িয়াপাড়া স্কুল মাঠ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী  মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়। হামলার ঘটনায় পাশে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী ব্যক্তিকে স্থানীয়রা শনাক্ত করে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার স্থানীয় আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের জুয়েল রানার সাথে একই এলাকার এলবাসের ছেলে লায়েব উদ্দিনের সাথে পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার রাতে এই অর্তকিত হামলা চালানো হয়। পরে পাশেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়  জুয়েল রানা মোবাইলে যখন ব্যস্ত সেই সুযোগে লায়েব উদ্দিন পিছন থেকে এসে কাঠের লাঠি দিয়ে জুয়েল রানার মাথায় আঘাত করে পালিয়ে যায়।  পরে গুরুতর আহত অবস্থায় তাতে উদ্ধার করে রামকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সন্ত্রাসী হামলার সাথে জড়িত লায়েব উদ্দিনের বিচার দাবি করেছেন আহতর পরিবার।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন,  থানায় মামলার প্রস্তুতি চলছে।  
সিসি টিভির ফুটেজ দেখার পরে আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়