মোঃ ফেরদৌস হোসেন
উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ।
নওগাঁ জেলার বদলগাছী থানা পুলিশ উপজেলার আধাইপুর এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন/২০২৫) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর এলাকায় বদলগাছী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের আসাদের মেয়ে মাদক ব্যবসায়ী রিয়া (২৪) কে গাঁজাসহ আটক করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম গাঁজা। সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫ শত ১০টাকা। তিনি কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বদলগাছী থানার মামলা নং ০২ তারিখঃ ০৪/০৬/২৫ ইং তার বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬ সারণী ১৯ এর (ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত । তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছে।
এলাকার সচেতন মহলের অভিমত বদলগাছী থানা পুলিশ মাদক বিরোধী এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলমান রাখলে সমাজকে মাদকমুক্ত রাখতে অগ্রণী
ভুমিকা পালন করবে।