জাহেদুর রহমান, জেলা প্রতিনিধি (নরসিংদী):
নরসিংদীর শিবপুরে ছিনতাইয়ের সময় একজন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেসরকারি সংস্থা আশা এনজিও’র শিবপুর কুন্দারপাড়া জোনাল ব্রাঞ্চের ম্যানেজার শাহজাহান কবির অফিস থেকে মোটরসাইকেলে করে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে ঘাশিরদিয়া এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে আক্রমণ করে। তারা শাহজাহান কবিরকে মারধর শুরু করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে সুমন হোসেন (পিতা: আবু তাহের, মাওয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে তাকে শিবপুর ইটাখোলা হাইওয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
ঘটনার সময় অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। জব্দকৃত মোটরসাইকেল শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।