প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে মদ ফেনসিডিল ও যৌন উত্তেজক সিরাপ জব্দ 

মোঃ রুবেল হোসেন, দিনাজপুর প্রতিনিধি। 

দিনাজপুর জেলার কোতয়ালী থানায় ২৯ বিজিবি’র মোহনপুর ব্রীজ বিওপি এবং বিরামপুর থানার রাণীনগর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ,ফেন্সিডিল এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।
৩১ মে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি, রাণীনগর বিওপি এবং বিরামপুর  বিশেষ ক্যাম্প এর টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ, ১৪ বোতল ফেন্সিডিল এবং ২৩০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। 
আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যের সিজার মূল্য ৬১,১০০/-টাকা।
আটকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।      
বিষয়টি নিশ্চিত করেছেন মেজর মোঃ সাজ্জাদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধিনায়ক ২৯ বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়