ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে খামারের কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। প্রতিপক্ষ আপন ছোট ভাই প্রকাশ্য দিবসে কেটে ফেললো খামারের ৩০০ টি কলাগাছ। দুদিন পরেই সবগুলো কলা গাছে সারি সারি কলা । ভাইয়ে ভাইয়ে শত্রুতা বেঁধে শনিবার সকাল ১১ টার দিকে এ কলা গাছগুলো কেটে ফেলে সোহারাফ নামের ছোট ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপারা ইউনিয়নের মাকরখোলা এলাকায়। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে ।
ভুক্তভোগী পরিবার জানায়, উক্ত এলাকার মৃত সবেদ আলীর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন তুলো মুন্সি আপন মেজো ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট হইতে ১২ শতাংশ জমি ১২ বছরের জন্য পত্তন নিয়ে কলা গাছের চাষ করে আসছিলেন। কোন প্রকার বাধা বিঘ্ন ছাড়াই ১০ বছর কলা চাষাবাদ করে আসছেন এ তোফাজ্জল হোসেন তুল মুন্সি । হঠাৎ বেঁকে বসেন তারই আপন ছোট ভাই মোঃ সৌরভ হোসেন।
পতনের দুই বছর মেয়াদ থাকতেই তিনি তোফাজ্জল হোসেন তুলো মুন্সি উক্ত কলা গাছের খামার ছেড়ে দিছে বলেন। তিনি তাতে রাজি না হওয়ায় ওই সৌরভ হোসেন লোকজন নিয়ে গতকাল শনিবার সকাল১১ টার দিকে প্রকাশ্য দিবালোকে ওই খামারে ৩০০ টি কলাগাছ কেটে ফেলেন ।এ ব্যাপারে মুন্সি বাদী হয়ে সৌরভ হোসেনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি ইলেকট্রিক অফিসের দায়ের করেছেন।
এ ব্যাপারে কলা চাষী মোঃ তোফাজ্জল হোসেন তুলু বলেন,আমি আমার মেজ ভাই মম সাইফুল ইসলামের হিস্যা থেকে বারাসতাংশ চাষী জমি ১২ বছরের জন্য পত্তন গ্রহণ করি। এরপর দশ বছর যাবত উক্ত জমিতে আমি কলাগ চাষাবাদ করে আসছে। বর্তমানে আমার সকল কলাগাছি কলা রয়েছে। কদিন পরে ওক্ত কলা গাছে সারি সারি কলা শোভা পেত। আমার ছোট ভাই সৌরভ হোসেন উত্তর জমির মালিকানা দাবি করে কলাগাছি কেটে ফেলে আমার ব্যাপক ক্ষতি সাধন করে। আমি এ ব্যাপারে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমার ছোট ভাই সৌরভ হোসেন সহ সহযোগীদের বিরুদ্ধে।
এ ব্যাপারে সৌরভ হোসেন বলেন,তো কলা খামারের ১২ শতাংশ জমির মাঝে আমার অফিসে রয়েছে । আমার শুভেচ্ছা না বুঝলেই আমার মেজো ভাই সাইফুল ইসলাম আমার বড় ভাই তোফাজ্জল হোসেনের কাছে জনপ্রশ্ন দিয়েছে।বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হলো তুমি জানিনা ছেড়ে চাষাবাদ অব্যাহত রেখেছেন। ফলে আমি নীরব আসবে উক্ত কলা গাছ কেটে অবৈধ দখল মুক্ত করেছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি মাথা পেতে নেব। তবুও আমি আমার ন্যায্য ইচ্ছা ছাড়বো না। হে আমার শেষ কথা।