প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৪লাখ টাকার মাদকদ্রব্যসহ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

সিরাজুল ইসলাম। 
জেলা প্রতিনিধি। 


ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ লক্ষ ৯৮ হাজার ৭ শত ৮০ টাকার মাদকদ্রব্য আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ মে) 
ভোর সাড়ে ৫টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যানিলা ফ্লেভার পাউডার-০৬ পিস, ট্যাবলেট-৬,০৬০ পিস, ক্যামোমাইল স্প্রে-১২ পিস, মিল্ক সুথিং জেল-১১ পিস, এ্যাকু চেক ইন্সট্যান্ট- ১৩৮ বক্স, ক্যানুলা-৯,৫০০ পিস, কাতান শাড়ী-০৯ পিস আটক করতে সক্ষম হয়।
আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৩ লক্ষ ৯৮ হাজার ৭ শত ৮০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও গত ২২-২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ বিভিন্ন বিওপি হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৮৯ বোতল ইস্কফ এবং ১১৫.৫ কেজি গাঁজা আটক করে ২৫ বিজিবি,আটককৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে। 
 
এবিষয়ে ২৫বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়