প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার

 নরসিংদী রায়পুরায় মনির হোসেন (২৮) নামে এক ছেলের শাবলের আঘাতে পিতা কবির মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত কবির মিয়া বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে এবং অভিযুক্ত মনির হোসেনের পিতা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন কবির হোসেন। রাত আড়াইটার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার ঘুমন্ত বাবাকে আঘাত করে। এ পর্যায়ে আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে চলে আসেন। এ সময় তার পিছো নিয়ে আবারও উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। ঘটনার সময় মানসিক ভারসাম্যহীন মনিরকে বাধা দেওয়ার সাহস পাননি প্রতিবেশীরা। এক পর্যায়ে এলাকার লোকজন মিলে মনিকে আটক করে হাত-পা বেধে পুলিশকে খবর দেয়।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে আটককৃত মনির মানসিক ভারসাম্যহীন কিনা তা ডাক্তারী পরীক্ষার পর জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়