প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার-১

এ.বি.এম.হাবিব-

জয়পুরহাট সদর থানার চক ইশ্বরপুর এলাকার প্রাজল নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস নেশা জাতীয় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেছে রাব।

রাব-৫,সিপিসি-৩ জয়পুরহাটের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার চক ইশ্বরপুর এলাকা থেকে প্রাজল নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার কাছে থাকা ৮০পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। 
আটককৃত প্রাজল জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা বাজার নওয়াপাড়ার মৃত-প্রমথ মহন্তের ছেলে।  সে রাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,সীমান্তবর্তী এলাকা থেকে এই অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিক্রয় করতো বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে রাবের পক্ষ থেকে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়