
নিউজ ডেস্কঃ
পটুয়াখালীতে প্রায় ২২ বছর যাবত পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব ৮।
র্যাবের বিশেষ অভিযানে রবিবার (০৯ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট চৌরাস্তা পানির ট্যাংকির কলাতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর হাওলাদার বরিশাল গৌরনদী থানাধীন, গোবর্ধন গ্রামের বিশাই হাওলাদারের ছেলে।
র্যাব-১০ সিপিএসসি লালবাগ,ঢাকা ও র্যাব-৪,সিপিসি-২,সাভার ঢাকা এর তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য,বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-০২,তারিখ-০৪/১২/ ২০০৩ খ্রিঃ,ধারা-৩০২ পিসি মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করা হয়।
এ বিষয়ে র্যাব-৮ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা বলেন, “গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাহাঙ্গীর হাওলাদার পটুয়াখালী শহরের একটি রেস্তোরাঁয় পরিচয় গোপন করে কর্মরত ছিলো। পাশাপাশি শহরের কলাতলা এলাকায় বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলো। তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”