প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীজি (সা.)কে নিয়ে কটুক্তি করায় নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার 

নোয়াখালীতে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুন্নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালাদরাপের রাস্তাঘাট। রাসুল প্রেমে উজ্জীবিত মানুষের ঢল নেমে আসে ৯নং ইউনিয়নের রব বাজার এলাকায়। অপরাধী নুরুল আমিন ওরফে ভুটকিচটকির নিন্দনীয় কটুক্তির প্রতিবাদে মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী। তাঁর সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৯নং কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল বাশার রায়হান সহ শত শত ধর্মপ্রাণ মুসলিম। রাসুল (সা.)-এর প্রেমে ঘেরা জনসমুদ্র বারবার ধ্বনিত হচ্ছিল— "আমার প্রাণের চেয়েও প্রিয় নবী, তোমার সম্মান রক্ষা করবো!"

বক্তারা তাদের আবেগাপ্লুত কণ্ঠে বলেন—
“নবীজির ইজ্জত আমাদের ঈমানের অংশ। রাসুল (সা.)-কে নিয়ে ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সমাজে যেন কেউ আর কখনো এমন ধৃষ্টতার সাহস না পায়।”

সমাবেশ শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মিছিল প্রদর্শন করেন। রাসুল (সা.)-এর সম্মান রক্ষায় সমাজ ও প্রশাসনের প্রতি সজাগ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

বক্তারা আইনশৃঙ্খলাবাহিনীর উদ্যেশ্যে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয়। তাহলে আগামী ২৪ ঘন্টা পর সারাদেশব্যাপী মুসলিম তাওহীদি জনতা কঠিন থেকে কঠিনতর আন্দোলন করতে বাধ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়