জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার
হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে নোয়াখালীতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্স চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতী ইউসুফ আল মাদানী। তিনি বলেন, হেযবুত তওহীদের কার্যকলাপ ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের প্রকাশিত “দেশের পত্র” পত্রিকায় ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। তাই নোয়াখালীসহ সারাদেশে সংগঠনটির কার্যক্রম বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
তিনি আরও বলেন, ধর্ম ও দেশবিরোধী যে কোনো অপচেষ্টা রুখে দাঁড়ানো মুসলিম সমাজের দায়িত্ব। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং শান্তিপূর্ণভাবে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে মুহাম্মাদ আবুল খায়ের, মুহাম্মাদ আবু হোরায়রা মিয়াজী, মুহাম্মদ মাহবুব আলম, হাফেজ নুরুল আলম, মুহাম্মাদ আরাফাত, মুহাম্মাদ ইয়াসিন আরাফাত, মুহাম্মাদ আবদুল কাদিরসহ স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।