প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সবুজ সভাপতি, জিন্নাহ সম্পাদক

মিলন শেখ: 


গাজীপুরের কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম। কর্মরত সকল সাংবাদিকের সর্বসম্মতিক্রমে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন ও সাবেক সভাপতি সঞ্জিব কুমার দাস নতুন কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি সফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ)
সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন ও শীতলক্ষ্যা)
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক প্রভাত)
কোষাধ্যক্ষ মাহাবুর রহমান (দৈনিক আমাদের সময়)
দপ্তর সম্পাদক: তাওহীদ হোসেন (বাংলাভূমি)
সাহিত্য ও পাঠাগার সম্পাদক: বাদশাহ আব্দুল্লাহ (দৈনিক নাগরিক ভাবনা)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিজান খান শিমুল (দৈনিক মানবকণ্ঠ)
আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দেন উপস্থিত সাংবাদিকরা।
উল্লেখ্য, কাপাসিয়ার সকল সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে ২০১৮ সালে ‘কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি’-এর যাত্রা শুরু হয়। সংগঠনটি সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা রক্ষা ও সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখতে কাজ করে আসছে।
সভায় আরও উপস্থিত ছিলেন— সমকাল প্রতিনিধি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ বুলেটিনের শাকিল হাসান, নয়া দিগন্তের আবু সাঈদ, দেশ রূপান্তরের তপন বিশ্বাস, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, আজকের পত্রিকার আনিসুল ইসলাম, শাপলা টিভির হাবিবুর রহমান, আজকালের খবরের সাইদুল ইসলাম রনি, দৈনিক ভোরের আকাশের উত্তম দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়