প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ট্রাফিক সপ্তাহ -২০২৫ উদ্ভোধন

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

"ট্রাফিক আইন মেনে চলি নিরাপদ সড়ক গড়ি " প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় উদ্বোধন করা হলো ট্রাফিক সপ্তাহ -২০২৫। জেলা পুলিশের আয়োজনে বুধবার সকাল ১১ টায় বণাঢ্য শোভাযাত্রা এবং সচেতনতামুলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে দিবসটির  উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত এডিশনাল ডিআইজি মোঃ শহিদুল্লাহ,  পুলিশ সুপার জেদান আল মুসা।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক )  মোঃ আতোয়ার রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মোস্তফা, টিআই( প্রশাসন) সালেকুজ্জামান খান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল হক,  শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল,  প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশদাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামসুসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
শহরের খোকনপার্ক থেকে শুরু হয়ে বগুড়ার  জিরোপয়েন্ট সাতমাথা হয়ে শোভাযাত্রাটি আবারো খোকনপার্কে এসে শেষ হয়। এসময় একব্রিফিংয়ে পুলিশ সুপার জেদান আল মুসা বলেন,  সময় বাচাঁতে গিয়ে অনেক সময় দূর্ঘটনার শিকার হতে হয়। সুতরাং সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি। তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে সচেতন করার লক্ষ্যে ট্রাফিক সপ্তাহের উদ্ভোদন করা হলো। আশাকরি শহরকে যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা পাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়