প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অবশ্যই আদায় করা হবে : জামায়াতের আমির

সিনিয়র রিপোর্টারঃ তপন কুমার সাহা। 

আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে আদায় করা হবে অন্যথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তৃতীয়বারের মত জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হোন ডা. শফিকুর রহমান।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনো সম্ভাবনা নেই, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ এ নেতা।

এদিকে, পি আর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি তাই  পি আর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দিবে বলে বিশ্বাস করেন ডা. শফিকুর রহমান। 

উল্লেখ্য, টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।  আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হোন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়