প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আবু সালমান 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের ভোকেশনাল দাখিল শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সোহেল আকবর, ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফ মোহাম্মদ আইয়ুব, আরবি প্রভাষক মাওলানা ইসমাইল হোসেন, সহকারী মৌলভী মাওলানা আতাউর রহমান, বাংলা প্রভাষক মোঃ নুরুজ্জামান ও আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ইসমাইল বলেন,

> “লক্ষ্মীপুর রামগতিতে এই প্রথমবারের মতো চর বাদাম রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় ভোকেশনাল ক্লাস চালুর অনুমোদন পেয়েছি ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে। এতে করে মাদ্রাসার পাশাপাশি এলাকার শিক্ষার মানও উন্নত হবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সহজে পাবে। রামগতিতে দুটি স্কুলে ভোকেশনাল বিভাগ থাকলেও মাদ্রাসায় ছিল না। আমার উদ্যোগে এই মাদ্রাসায় ভোকেশনাল অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন,
> “আমি চাই মাদ্রাসার শিক্ষার্থীরা দক্ষ হয়ে দেশের সেবায় এগিয়ে আসুক। ইতোমধ্যে ভোকেশনাল ক্লাসের এমপিওভুক্তির জন্য আবেদন করা হয়েছে। আশা করি সরকার শিগগিরই অনুমোদন দেবে।”

অন্যান্য শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়