চরফ্যাশন প্রতিনিধি॥
মনির হোসেন বিল্লাহ
ভোলার চরফ্যাশনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ছালামত বেপারী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সবাই যখন গভীর ঘুমে, তখন হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘরের ভেতর থাকা লোকজন চিৎকার শুরু করলে চারদিক থেকে প্রতিবেশীরা ছুটে আসে। পানি আর বালির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে ঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের একজন, একাদশ শ্রেণির ছাত্রী মিসু বেগম বলেন, “আমরা সবাই তখন ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে দেখি ঘর জ্বলছে। কোনোমতে সবাই বের হয়ে আসতে পেরেছি। আরেকটু দেরি হলে হয়তো কেউ বাঁচতাম না। ঘর থেকে কিছুই নিতে পারিনি।”
অন্য ক্ষতিগ্রস্ত, বৃদ্ধ মোস্তফা বেপারী বলেন, “চোখের সামনে আমার ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। এখন শরীরে শুধু গেঞ্জি-লুঙ্গি—এর বাইরে কিছুই রইল না।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে।”