মোঃ রিপন হাওলাদার:
দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেই ধারাবাহিকতায় আজ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভ্যাঢা এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-১০ এর যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ বিক্রির অভিযোগে জয় মন্ডল, বাবুল মিয়া এবং বায়েজিদ নামে তিন ব্যবসায়ীকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে জয় মন্ডলকে ২ লক্ষ টাকা, বাবুল মিয়াকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল ও নকল ঔষধ জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “জনস্বার্থ রক্ষায় ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও মাদক, ভেজাল পণ্য ও সামাজিক অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।