প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেছেন ইবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান

ইবি প্রতিনিধি:

বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমান। মঙ্গলবার আনুমানিক দুপুর ২ টায় নিজ বাসা গাজীপুরে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর প্রথম জানাযা রাত ৯টায় ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবং দ্বিতীয় জানাযা বুধবার যোহরের নামাজের পর গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

তিনি ইবির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডীন এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০৯ সালে অবসর গ্রহণ করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, ইয়াহিয়া স্যার শুধু আমার নয়, বরং অনুষদের ডিনেরও শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের অনুষদ ও বিভাগে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়