প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী কবিরহাটে  ট্রাকচাপায় সিএনজি চালিত  অটোরিক্সার চালকসহ  নিহত (৬)

মোঃ রফিকুল ইসলাম 
নোয়াখালী
জেলা  প্রতিনিধি 
 

নোয়াখালী কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটো রিকশার চালক সহ (৬) যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৪) নভেম্বর দুপুর (২)টায়  কবিরহাট বসুরহাট সড়কের পূর্ব ফতেহপুর এলাকায় কবিরহাট ফাজিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে  অটো রিকশা চালক খোকন (৪৬), সিএনজি অটো রিকশাটির  যাত্রী তানিম হাসান (২৬), মোঃ সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬) পরিচয় পাওয়া  গেছে। মৃত  এক নারীসহ অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় দের মাধ্যমে  জানা যায়, জেলা শহর মাইজদী থেকে দুপুরে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় সিএনজি চালিত  অটো রিকশাটি। পথে কবিরহাট ফাজিল মাদরাসার সামনে আসার পর  অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ঠিক ঐ মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সিএনজিটিকে চাপা দিয়ে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। তৎক্ষণাৎ  অটো রিকশা চালকসহ (৪)জন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে লোকজন উদ্ধার করে নোয়াখালী (২৫০) শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।উক্ত দুর্ঘটনার বিষয়ে সরে জমিন বার্তা প্রতিনিধিকে 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। ঘটনার পর তৎক্ষণাৎ ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। মামলা প্রক্রিয়া ধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়