প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ধানের শীষের কান্ডারী হলেন যারা

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় স্বাভাবিক ভাবে বগুড়া কে বিএনপির ঘাটি বলা হয়। পতিত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতনের পর এবং দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  জনগণের মাঝে অনেকটাই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল কারা হচ্ছেন  বগুড়ার আসনগুলোতে ধানের শীষের কান্ডারী।
 বগুড়ার ১২ টি উপজেলা এবং ১২ টি পৌরসভার ২৯ লাখ ভোটার নিয়ে বগুড়ার ৭ টি নির্বাচনী আসন গঠিত  ।বাংলাদেশ জামায়াতে ইসলামী  অনেক আগেই প্রার্থীতা ঘোষণা করলেও বিএনপি ছিল অনেকটা পিছিয়ে। অবশেষে সকল জল্পনা কল্পনার পর  গত সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর  বগুড়ার ৬টি আসনের বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন। 
 তারা হলেন- বগুড়া  -১ ( সারিয়াকান্দী  - সোনাতলা)  আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।  অনেকটাই ক্লিন ইমেজের একজন সাদামাটা মানুষ হিসাবে যার জনশ্রুতি রয়েছে। তিনি বলেন, দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে জয়ী হতে পারলে নদী ভাংগন কবলিত সারিয়াকান্দী - সোনাতলার মানুষ সুখে - দুখে তাকে পাশে পাবে। 
বগুড়া -২ শিবগঞ্জ আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে  জোটবদ্ধ নির্বাচন করার কারণে আসনটি ডাকসুর দুইবারের সাবেক ভিপি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়া হতে পারে।
বগুড়া - ৩ ( আদমদীঘি - দুপচাঁচিয়া)  আসনে  সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার। 
বগুড়া - ৪ ( কাহালু - নন্দীগ্রাম) আসনে   বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। 
 বগুড়া -৫ ( শেরপুর - ধুনট) আসনে এসআর গ্রুপের কর্ণধার ও পাঁচবারের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। এব্যাপারে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, দল তার উপর আস্থা রেখেছে সুতরাং আগামীতে আবারও এমপি নির্বাচিত হতে পারলে দল এবং সাধারণ মানুষের আস্থার যথাযথ মুল্যায়ন করার চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়া - ৬ (সদর) আসনে প্রথমবারের মতো ধানের শীষের কান্ডারী হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া - ৭ আসনে তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা  আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষের পক্ষে লড়বেন। 
এব্যাপারে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন,আমাদের সৌভাগ্য যে, আমরা নির্বাচনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একসাথে পাচ্ছি। এতে নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বসিত।   তিনি আরও বলেন,  একটি বড় দল হিসাবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু  দিন শেষে সবাই দলের পক্ষে কাজ করবেন এবং অতীতের মতো এবারও বিপুল ভোটের ব্যবধানে বগুড়ার সবকটি আসনে  জয়লাভের মাধ্যমে ১৭ বছর ধরে অবহেলিত বগুড়াকে একটি আধুনিক এবং মডেল জেলা হিসাবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়