প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনয়ন এখনো চূড়ান্ত নয়

মো. সোহেল গাজী, বাউফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের অধিকাংশ আসনে মনোনয়ন ঘোষণা করলেও, ব্যতিক্রম ঘটেছে পটুয়াখালী-২ (বাউফল) আসনে। এই আসনে দলের তিনজন প্রভাবশালী নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও, এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে বাউফলে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন—
১ সাবেক সংসদ সদস্য জনাব শহিদুল আলম তালুকদার,
২️ বিএনপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, এবং
৩️ বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার।

তিনজনই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে তাঁরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দলের পক্ষে কাজ করেছেন এবং নির্বাচনী প্রস্তুতিও নিয়েছেন।

দলীয় সূত্র বলছে, মনোনয়ন প্রক্রিয়ায় এখনো কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে শোনা যাচ্ছে, জোট গঠন হলে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিবি)-এর প্রার্থীকে এই আসনে সমর্থন দেওয়া হতে পারে—এমন গুঞ্জনও ছড়িয়েছে বাউফলে।

এ নিয়ে স্থানীয় বিএনপি নেতারা বলেন, গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত, মনোনয়ন যে কেউ পেতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য হতে হবে বিএনপির বিজয় নিশ্চিত করা।

 বাউফলে বিএনপি বর্তমানে শক্ত অবস্থানে আছে। তিনজনই জনপ্রিয় এবং দলীয়ভাবে সক্রিয়। কেন্দ্রীয় সিদ্ধান্তে বিলম্ব হলেও নেতাকর্মীরা মাঠে সক্রিয় আছেন।

বাউফলের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই আসনের বিএনপি প্রার্থী কে হবেন। কেউ কেউ মনে করছেন, অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের কর্মকাণ্ড বিবেচনায় সাবেক এমপি শহিদুল আলম তালুকদার এগিয়ে থাকতে পারেন, অন্যদিকে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে মুনির হোসেন ও ফারুক তালুকদারও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-২ (বাউফল) আসন দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বিএনপি ও অন্য অন্য রাজনৈতিক দলের মধ্যে সবসময়ই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। তাই প্রার্থী নির্বাচনে দলকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।

বর্তমানে বাউফলজুড়ে বিএনপির ব্যানার, পোস্টার, মতবিনিময় সভা ও কর্মীসমাবেশে গতি এসেছে, যদিও মনোনয়ন ঘোষণা না হওয়ায় অনেকেই অপেক্ষায় আছেন চূড়ান্ত নাম ঘোষণার জন্য।

স্থানীয় কর্মীদের ভাষায়,

আমরা কাউকে নয়, দলকেই ভালোবাসি। মনোনয়ন যারই হোক, আমরা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মাঠে থাকব।

বাউফলের রাজনৈতিক আবহে এখন মূল প্রশ্ন—পটুয়াখালী-২ আসনে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিএনপির মনোনয়নের প্রতীক ধানের শীষ

  • সর্বশেষ
  • জনপ্রিয়