প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার গড়াই রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পোড়াদাহ রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

খবর পেয়ে পোড়াদাহ রেলওয়ে থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পোড়াদাহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গড়াই রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।”

স্থানীয়রা জানান, সকালে নদীর তীরে লাশটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়