প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলাচিপায় কৃষকদের মাঝে রবি মৌসুমের ফলন বীজ, উপকরণ বিতরণের শুভ উদ্বোধন

মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ 


গলাচিপা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূলে রবি মৌসুমে গম, সরিষা, সূর্য্যমুখী (হাইব্রিড ওপি), সয়াবিন, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারী, ফেলন, বোরো উফশী, মাঠে ও বাড়িতে শাক সবজির বীজ, সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গলাচিপা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮ হাজার ৪ শত ৬৫ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বীজ, সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রনোদনা বিতরণ করেন সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সিদ্দিকুর রহমান, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী গলাচিপা উপজেলা আমীর মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভপতি মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান। রবিশস্য প্রনোদনা ফসল বীজ, সার পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়