তৌহিদ হাসান জেলা প্রতিনিধি
জামালপুর: অটোরিকশা ধর্মঘটের জেরে শহরের বাইরে ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা পরীক্ষার্থীরা যখন চরম ভোগান্তিতে, ঠিক তখনই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জামালপুর জেলা পুলিশ। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিজেদের বাইকে করে পরীক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেন।
সংকটের সূত্রপাত
জেলা প্রশাসনের নির্দেশে লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রতিবাদে গত রবিবার ধর্মঘটে যায় অটোচালকরা। এর ফলে, সেদিন অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার দিনে শহরের গণপরিবহন ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে, বিশেষত দূর-দূরান্ত থেকে আসা বহু শিক্ষার্থী পড়েন চরম বিপাকে।
পুলিশের মানবিক পদক্ষেপ
শিক্ষার্থীদের এই অসহায়ত্ব দেখে জামালপুর জেলা পুলিশের সদস্যরা আর দশজন বাইকারের মতোই এগিয়ে আসেন। আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্বের বাইরে গিয়ে তারা ব্যক্তিগত উদ্যোগে ও মানবিক অঙ্গীকারে নিজেদের বাইক নিয়ে ছুটে যান।
পরীক্ষার্থীদের কেউ যেন পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দ্রুততম সময়ে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।
দায়িত্ববোধের ঊর্ধ্বে মানবিকতা: এই উদ্যোগ কেবল দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এক গভীর মানবিক অভিব্যক্তি।
পুলিশের এই তাৎক্ষণিক ও মানবিক সাড়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই ঘটনা প্রমাণ করে যে, পুলিশ শুধু আইনের রক্ষক নয়, প্রয়োজনে তারা জনগণের সেবক ও পরম বন্ধুও। এই উদ্যোগ জামালপুর জেলা পুলিশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।