মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়ার প্রাচীন নগর মহাস্থানগড়— ইতিহাস,
ঐতিহ্য আর বিশ্বাসের এক অপার ভাণ্ডার। আর এখানেই আছে এক আশ্চর্য পাথর, যাকে স্থানীয়রা স্নেহভরে ডাকে— “দুধপাথর”।
শত বছর ধরে হিন্দু-মুসলমান নির্বিশেষে মানুষ আসে এই পাথরের সামনে— কেউ সন্তান চায়, কেউ সুস্থতা, কেউ চায় জীবনের কষ্ট মুক্তি... আর তারা সবাই একটাই কাজ করে— এক মুঠো দুধ ঢেলে দেয় এই পাথরের গায়ে।
অদ্ভুত বিষয় হলো— দুধ ঢালার সঙ্গে সঙ্গেই তা যেন অদৃশ্য হয়ে যায়! দেখতে হয় অবাক লাগে! কেউ বলেন— এটা অলৌকিক, আবার কেউ বলেন— এই পাথর বেঁচে আছে বিশ্বাসের শক্তিতে!
সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে— তবু মহাস্থানগড়ের এই “দুধপাথর”-এর প্রতি মানুষের সেই অটুট বিশ্বাস এখনো অমলিন। এ যেন ধর্মের সীমানা ছাড়িয়ে এক বিশ্বাসের মিলনস্থল।