মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী পূর্বপাড়া তিনমাথা মোড়ের রাস্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এখন স্থানীয়দের নিত্য দুর্ভোগে পরিণত হয়েছে। রাস্তার ধারে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা, আর সেই পানি রাস্তায় উঠে আসায় পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের ভোগান্তি এখন চরমে।
গতকাল সোমবার বিকেলে সরেজমিনে গেলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন — “রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশেপাশের ময়লাযুক্ত পানি রাস্তায় ঢুকে পড়ছে। এতে চলাচল করা তো দূরের কথা, বাচ্চাদের স্কুলে যাওয়া-আসাও কষ্টকর হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আবুবকর সিদ্দিক, রবিউল, জিয়ারুল ও সকিনা বিবি জানান, “দুই বছর আগে যেই ড্রেন নির্মাণ করা হয়েছিলো, তা একেবারেই অপরিকল্পিত ছিল। রাস্তার ২০০-২৫০ মিটার ফাঁকা রেখে পেছনের দিকে ড্রেন করা হয়েছে, যার ফলে পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। নজরুল নামের এক ব্যক্তি তার জমিতে ড্রেনের পানি প্রবাহে বাধা দেওয়ায় সমস্যা আরও বেড়েছে। এখন দ্রুত ওই মাঝের অংশে প্রায় ২৫০ মিটার ড্রেন নির্মাণ করা না হলে জলাবদ্ধতা ভয়াবহ আকার নেবে।
এ বিষয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগে এতটা জলাবদ্ধতা ছিল না। এলাকাবাসী এক হয়ে কাজ করলে ও বরাদ্দ পাওয়া গেলে, খুব দ্রুতই এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব।”
স্থানীয়দের দাবি— দ্রুত ড্রেন নির্মাণ ও সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে, অচিরেই উথলী পূর্বপাড়া তিনমাথা মোড়ের রাস্তা সম্পূর্ণ অচল হয়ে পড়বে।