প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১০:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রহিম এর রাজকীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার ১নং চর মটুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড, ফরিদাবাদ গ্রামের, ফরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম এর অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মনির আহমদ মেম্বারের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও মাইজদী আন-নূর মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, ১নং চর মটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ নূর হোসেন, ফরিদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আলী হোসেন। চর মটুয়া ডিগ্রি কলেজের সভাপতি সাজ্জাদুর রহমান শাহীন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অর্থনৈতিক সহযোগিতা ও বুদ্ধিবৃত্তিক পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসীগণ।

বিদায়ী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিমের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে গেছেন। তাঁর বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি।

অনুষ্ঠানের শেষে আয়োজক ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে মাস্টার আব্দুর রহিমকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন ধরনের হাদিয়া উপঢৌকন দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্তর করে তোলেন। 

পুরো অনুষ্ঠানটি ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগে ভরপুর—একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি প্রাক্তন সহকর্মী ও শিক্ষার্থীদের অনন্য সম্মান প্রদর্শনের নিদর্শন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়