চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি।
মনির হোসেন বিল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বইছে উৎসবের আমেজ। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার খবর পৌঁছাতেই চরফ্যাশনজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। তালিকায় ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়নের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলে ফেটে পড়েন।
মনোনয়নকে ঘিরে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করার শপথ নেন। তাঁরা বলেন, নয়ন শুধু সংগঠক নন, বরং তৃণমূলের প্রিয় নেতা—দুঃসময়ে যিনি কর্মীদের পাশে থেকেছেন নির্ভীকভাবে।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল সহ “ত্যাগী ও সাহসী নেতারা বলেন, নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন দিয়ে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাঁর নেতৃত্বে ভোলা-৪ আসনের
উচ্ছ্বাসিত নেতাকর্মীরা বিশ্বাস করেন, মাঠে নেমে নুরুল ইসলাম নয়নই পারবেন চরফ্যাশনের মানুষকে আবারও বিএনপির পতাকাতলে এক করতে।