মোঃ রিপন হাওলাদার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে। এ সময় অনুমোদনবিহীনভাবে এসব পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সহায়তায় সোমবার (০৩ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিএসটিআই অনুমোদন ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী তৈরির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, গ্রেফতার ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করছিলেন। এসব পণ্য ব্যবহারের ফলে সাধারণ মানুষের নানা স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছিল। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, "জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযানে চালিয়ে যাবে র্যাব।"
ভোক্তা পর্যায়ে সচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষায় র্যাবের এমন অভিযান সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।